মহাকবি কায়কোবাদ স্মরণে ৭৪তম মৃত্যুবার্ষিকীর আয়োজন

- আপডেট সময় : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১১ বার পড়া হয়েছে

বাংলা সাহিত্যের অন্যতম স্তম্ভ মহাকবি কায়কোবাদ-এর ৭৪তম মৃত্যুবার্ষিকী আগামী ২১ জুলাই ২০২৫, সোমবার পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে তাঁর নিজ অঞ্চলের সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ’ কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে।
আয়োজনের অংশ হিসেবে, ১৩ জুলাই ২০২৫, রবিবার সকাল ১১টায়, কবির সমাধিস্থল ঢাকার আজিমপুর পুরাতন কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
মহাকবি কায়কোবাদ: সংক্ষিপ্ত পরিচিতি
১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি কায়কোবাদ, যার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী।
তিনি ঢাকা কলেজিয়েট স্কুল, পোগোজ স্কুল ও সেন্ট গ্রেগরির শিক্ষার্থী ছিলেন, তবে লেখাপড়া ছেড়ে কর্মজীবন শুরু করেন পোস্ট মাস্টার হিসেবে এবং কর্মজীবন শেষ পর্যন্ত নিজ গ্রামে কাটান।
মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে:
‘কুসুম কানন’, ‘অশ্রুমালা’, ‘মহাশ্মশান’, ‘শিব মন্দির’, ‘অমিয়ধারা’, ‘শ্মশান ভস্ম’, ‘মহরম শরীফ’ ইত্যাদি।
তৃতীয় পানিপথের যুদ্ধকে কেন্দ্র করে লেখা তাঁর বিখ্যাত মহাকাব্য ‘মহাশ্মশান’-এর মাধ্যমেই তিনি ‘মহাকবি’ উপাধিতে ভূষিত হন।
বাংলা একাডেমি ১৯৯৪-১৯৯৭ সালে তাঁর রচনাবলী (চার খণ্ডে) প্রকাশ করেছে।
️ স্মরণে যত অবহেলা
দুঃখজনক হলেও সত্য — কায়কোবাদের সাহিত্যিক অবদানের বিপরীতে, তাঁর নিজ গ্রাম নবাবগঞ্জে আজও কোনো পাঠাগার, স্মৃতিফলক বা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠেনি।
চলতি ৪০ বছরেও তাঁর পৈতৃক বসতভিটা সংরক্ষণ করা সম্ভব হয়নি।
এই প্রেক্ষাপটে ‘মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ’ দীর্ঘদিন ধরে কবির স্মৃতি রক্ষায় সোচ্চার থেকে কাজ করে যাচ্ছে।
এবারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, এবং আজিমপুর কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হবে।