গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ এ পুরান ঢাকার স্বামীবাগস্থ মিতালী বিদ্যাপীঠ (উচ্চ বিদ্যালয়) এ অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও উপকরণ মেলা - ২০২৩.
বিজ্ঞান মেলাটি উদ্বোধন করেন প্রধান শিক্ষক শাহীন আরা নাসরীন।
মেলায় ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা গ্রীন প্রজেক্ট, ভু-উপরিস্থ ও বন্যার বাড়তি পানি ব্যবহার করে কম খরচে গ্রীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মডার্ণ সিটির বিভিন্ন মডেলের প্রদর্শনী প্রদর্শন করে। মেলার প্রদর্শনী সকাল ১১ টা থেকে বিকেল ২:০০ পর্যন্ত চলে।
এ সময় শিক্ষা পরিদর্শকসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ সকল শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা প্রতিটি প্রদর্শনী কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক
উপদেষ্টা মন্ডলী: মোঃ হাফিজুর রহমান মিলন, রনজিত রায়
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
অফিস: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: 01767453467 ( সম্পাদক)
মেইল: ngnewsn24@gmail.com