আজ চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্ল্যাটফর্ম ২০২৩ আজ বিশাল মিটআপ ও পন্য প্রদর্শনী হয়েছে। প্রধান অতিথি ছিলেন জান্নাতুল ফেরদৌসি সভাপতি সুতা কথন নারী উন্নয়ন সংস্থা। প্রধান আলোচক সৌমিএ দেব প্রধান সম্পাদক রেড টাইম। উদ্বোধন করেন অনিক দে এডমিন হস্তশিল্প ট্রেনিং গ্রুপ। বিশেষ অতিথি ছিলেন নাজনীন আক্তার, মাকসুদা হোসেন,দেলোয়ারা ইব্রাহিম ফকির, ফাহিমা সুলতানা পারভীন।চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্লাটফর্মের চেয়ারম্যান সুলতানা ডালিয়া বলেছে ভবিষ্যতে বড় পরিসরে করবে তাই তিনি সবার সহোযোগিতায় চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক
উপদেষ্টা মন্ডলী: মোঃ হাফিজুর রহমান মিলন, রনজিত রায়
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
অফিস: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: 01767453467 ( সম্পাদক)
মেইল: ngnewsn24@gmail.com